Dadaji Maharaj
Shiva kalpa Mahayogi Sadguru Sri Sri Dadaji Maharaj is one of the most renowned and talked about Mahatmas of our time. His Brahmagyan and very simple way of sadhana have opened the doors of the spiritual world to both yogis and common people. Dadaji Maharaj has developed a way of sadhana suited for the common people of our generation all the while preserving the ancient process of spiritual revelation and achieving divinity. His one and only aim is the spiritual awakening of the people, adhering to his theory – A Guru does not create shishyas, but His sole aim is to create another Guru.
Tattwas – Devotional Realizations of Dadaji Maharaj
The divine spiritual realizations ( Tattwa or Tattva ) of Shivkalp Mahayogi Sadhguru Sri Sri Dadaji Maharaj have been given in this page. Brahma Gyani Guru Sri Sri Dadaji Maharaj has in simple and lucid language, yet in a highly scientific manner has described the knowledge revealed after reaching the ultimate stage of spiritual sadhana. The divine Tattwas and teachings of Dadaji Maharaj reveal the ultimate truth of spirituality, sadhana, yoga, the ultimate truth behind every religion, the aim of all yoga, sadhana, meditation, the true meaning of bhakti and divine love, describe the role of Guru and duties of Shishya, and delve deep into the science of sadhana, chakras and spirituality. The tattvas of Dadaji Maharaj describe the simple science of all spiritualism, and the scientific understanding will guide all Sadhaks and Sadhikas towards reaching the ultimate spiritual goal or Siddhilabh.
Emotion নয় , Motion ধরে অধ্যাত্মিক পথে এগিয়ে চলতে হয়ে।
भगवत मार्ग पर किसी भी व्यक्ति को सांसारिक भाव का त्याग कर कठोर संयम और साधन को अपना लेना चाइये तब ही भगवत दर्शन कर सकता है।
On the way to spirituality one should avoid emotion, what is necessary is to acquire motion.
ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, সবই তোমার রূপ, তোমার মধ্যে বর্তমান ।
ब्रम्ह , ईश्वर , भगवान तुम ही हो । इनका स्वरुप तुम में ही मौजूद हैं ।
Brahma, Ishwar or God are within you. Its only you.
Guru Tattawas and Guru Mahima
রুদ্রযামলে –
অনন্তর গুরু ও শিষ্যের কর্ত্তাব্যাকর্ত্তব্য কথিত হইতেছে। – রুদ্রযামলে কথিত আছে, যে, – কদাচ গুরুর আজ্ঞা লঙ্ঘন করিবে না এবং সহসা কোন বাক্যের প্রত্যুত্তর প্রদান করাও উচিত নহে। দিবানিশি দাসের ন্যায় গুরুর আজ্ঞা প্রতিপালন করিবে।।
সারসংগ্রহে –
লিখিত আছে, যে, – সদ্ গুরু আশ্রিত শিষ্যকে একবৎসর পর্য্যন্ত পরীক্ষা করিয়া তৎপরে মন্ত্র প্রদান করিবে। কিন্তু স্বপ্নলব্ধ মন্ত্রে কালাকাল বিবেচনার আবশ্যক নাই। যেরূপ অমাত্যকৃত পাপ রাজায় এবং পত্নীকৃত পাপ পতিতে সংক্রান্ত হয়, তদ্রূপ গুরুও শিষ্যকৃত পাপে অভিভূত হইয়া থাকেন। এক বৎসরে ব্রাহ্মণ, দুই বৎসরে ক্ষত্রিয়, তিন বৎসরে বৈশ্য এবং চারি বৎসরে শূদ্রশিষ্য-যোগ্যতা প্রাপ্ত হয় ।।
কুলার্ণবে –
কথিত আছে, যে, – যদি কোন স্থানে গুরুর নিন্দা শ্রুতিগোচর হয়, তাহা হইলে কর্ণদ্বয় আবৃত করিয়া তৎক্ষণাৎ তথা হইতে দূরে গমন করিবে, যেন আর সেই সকল দুর্বাক্য কর্ণগোচর হইতে না পারে।
বৃহন্নীলতন্ত্রে –
লিখিত আছে, যে, – গুরুর অভাবে গুরুপত্নীর অর্চ্চনা করিবে। তাঁহার অভাবে গুরুপুত্র, গুরুপুত্রের অভাবে গুরুকন্যা, গুরুকন্যার অভাবে গুরুস্নুষা এবং এই সকলের অভাবে গুরুবংশীয় অপরের পূজা করিবে। যদি তদ্ধংশীয়গণেরও অভাব হয়, তাহা হইলে গুরুর মাতামহ, মাতূল ও মাতুলানীর পূজা করিতে হয়।।
Guru Bani
Important Links
Books
Trigunatit
written by:
Dadaji Maharaj
World’s Fastest Handwritten Spiritual Book
Gyan-Tattwa-Gaan
written by:
Dadaji Maharaj
Divine Revealed Knowledge – Innermost Spiritual Knowledge
A New Messiah in the Spiritual World
Biography of Dadaji Maharaj
This book reveals the very secret spiritual conversations of many Mahatmas and Divya Purusha, their comments on Dadaji Maharaj, and very rare and exceptional photographs that the world has never seen before.